1. admin@www.shikhatvlive.com : news :
মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন

গৌরবের পদ্মা সেতুতে জ্বললো আলো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪০ ,৫২৫০ বার পড়া হয়েছে

শিক্ষা টিভি লাইভ ডেস্ক

শনিবার সন্ধ্যার কিছু আগে গৌরবের পদ্মা সেতুর ১৪ নম্বর পিলার থেকে ১৯ নাম্বার পিলার পর্যন্ত মুন্সীগঞ্জ প্রান্তে পরীক্ষামূলকভাবে কয়েকটি ল্যাম্পপোস্টে প্রথমবারের মতো আলো জ্বালানো হয়েছে।

পদ্মা সেতুতে কর্মরত একজন প্রকৌশলী জানিয়েছেন, পুরো সেতুজুড়ে ৪১৫টি ল্যাম্পপোস্টের আলো জ্বলার পর প্রমত্তা পদ্মার বুকে আলোকিত হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু।

বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্ত করার কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস।

শরীয়তপুরে জাজিরা নাওডোবা প্রান্ত থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদুৎ সংযোগের সকল কাজ সমাপ্ত করেছে পদ্মার দুইপাশের জেলার পল্লী বিদ্যুৎ সমিতি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা শুরু করা হয়েছে। সেতুর সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে ৫-৬ দিন সময় লাগবে।

পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে (ভায়াডাক্ট) ৪৬টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি ল্যাম্পপোস্ট।

গত ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে ক্যাবল টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত