মোঃ মুক্তার হোসেন নাটোর প্রতিনিধি
নাটোর নলডাঙ্গা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলছেমাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে, নলডাঙ্গা থানা পুলিশ বদ্ধ পরিকর,আসুন সবাই মিলে এই সমাজ ও দেশ থেকে মাদক নির্মূলে সচেষ্ট হই।
নলডাঙ্গা থানা পুলিশ কর্তৃক,অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনকালে,০২( দুই) জন মাদকসেবি আটক, মামলা দায়ের ও বিজ্ঞ আদালতে সোপর্দ।
নলডাঙ্গা থানার মাদকবিরোধী অভিযানে, নলডাঙ্গা থানাধীন ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামস্হ, ইয়ারপুর থেকে ঝোঁপদুয়ারগামী পাকা রাস্তার উত্তর – পশ্চিম পার্শ্বে, ধৃত আসামী স্বপন, পিতা মোঃ আমিনুল হক এর কলা বাগানের মধ্যে বসে, অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় সন্ধ্যা অনুঃ ০৭ টার সময় মাদকসেবী ০১।মাহমুদুল হক স্বপন(২৭), পিতা মোঃআমিনুল হক, সাং নলডাঙ্গা পশ্চিমপাড়া, ০২।সোহেল রানা(২৫), পিতা মোঃ আব্দুল মজিদ, সাং মাধনগর ( পূর্বপাড়া), উভয় থানা নলডাঙ্গা , জেলা নাটোরদ্বেরকে আটক করে,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট