মোঃ মুক্তার হোসেন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় দোকানে মূল্যের তালিকায় পেট্রোলের দাম না লিখে অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অপরাধে চার ব্যাবসা প্রতিষ্ঠানের অর্থদণ্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পালের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে লাইসেন্স না থাকলেও অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির অপরাধে উপজেলার পাঁকা ইউনিয়নের একডালা বাজারের
বিদ্যুৎকে ২০ হাজার, একই অপরাধে কামাল হোসেনকে পাঁচ হাজর টাকা এবং দয়রামপুর বাজারের সোহেল রানাকে দশ হাজার, বিহারকোল বাজারের ফজলুর রহমানকে দশ হাজার টাকা অর্থদণ্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পালের ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন ক্যাব এর বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ।
এসময় প্রিয়াংকা দেবী পাল বলেন, এই উপজেলার কয়েকটি বাজারে কিছু অসাধু ব্যাবসায়ী ভোক্তা অধিকার আইন অমান্য করে বেশি মূল্যে পেট্রোল বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি বাজারের চারটি দোকানের মালিকের মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূলত জ্বালানি তেল বিশেষ করে পেট্রোল-অকটেন এর বাজার নিয়ন্ত্রণ রাখতে আজকের এই অভিযান। এমন অভিমান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পাল।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট