1. admin@www.shikhatvlive.com : news :
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ন

ঈদের দিন পালনীয় সুন্নাতসমূহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ মে, ২০২২
  • ২২ ,৫২৫০ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

এক মাস রোজা পালন শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামীকাল মঙ্গলবার (৩ মে)। নতুন জামাকাপড়, ঘরে ঘরে বাহারি খাবারে ম-ম ঘ্রাণ, চারপাশে প্রিয় মানুষজন, উপচেপড়া আনন্দ যেন সবার মনেই। এ দিনটি আল্লাহর কাছ থেকেও পুরস্কার লাভের দিন। ঈদের দিন বেশকিছু সুন্নাত আমল করা যেতে পারে, যা আমাদের প্রিয় নবি হজরত মুহাম্মাদ (সা.) করতেন। আসুন জেনে নিই ঈদের দিন পালনীয় সুন্নাতসমূহ ।

১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।

২. মিসওয়াক করা।

৩. গোসল করা।

৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা।

৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।

৬. সুগন্ধি ব্যবহার করা।

৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টিজাতীয় খাবার, যেমন- খেজুর, সেমাই ইত্যাদি খাওয়া।

৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া।

৯. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।

১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। ১১. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।

১২. পায়ে হেঁটে যাওয়া।

১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবির পড়তে থাকা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত