মোঃ মুক্তার হোসেন নাটোর জেলা প্রতিনিধি
নাটোর দিনে দিনে তাপমাত্রার হার বেড়েই চলেছে।বাংলাদেশর অনেক অঞ্চলে বৃষ্টিপাত হলেও এখনো বৃষ্টির দেখা পায়নি নাটোর মানুষ।এবং নাটোর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই বছর। গত ৬০ বছর পর নাটোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।প্রতিবছর মাহে রমজান মাসে বৃষ্টিপাত দেখা দিলেও এবার কোনো বৃষ্টিপাতের দেখা মেলেনি।এই অনাবৃষ্টির কারণে ঝরে যাচ্ছে আম ফলে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।বাংলাদেশের মধ্যে নাটোর আমের রাজধানী বলা হয়। নাটোর উৎপন্ন হয় প্রায় সকল ধরনের আম, যেমন,ল্যাংড়া, হিমসাগর, লকনা,ফজলি,গোপাল ভোগ,হাড়িভাঙ্গা সহ অনেক ধরনের আম। কৃষকরা জানান, দীর্ঘ খরার কারণে গাছের বেশির ভাগ আম, ঝরে যাচ্ছে। বাগানে আমে দেখা দিয়েছে কালো দাগ, স্প্রে বা প্রতিষেধক দিয়েও ভালো কাজ হচ্ছে না, আম গাছের গোড়ায় সেচ দিয়েও আম ঝরা রোধ করা যাচ্ছে না। গতো বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করেছিলো চাষিরা কিন্তু বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না। অধিকাংশ বাগানে আম ঝরে যাচ্ছে। আবার কিছু কিছু গাছের আম শুকিয়ে যাচ্ছে, এবং কৃষকরা আরো বলেন এতো টাকা ব্যয় করার পরও যদি আশা অনুরূপ লাভ না হয় তাহলে আগামীতে আম চাষ করা থেকে বিরতো থাকবো ।
ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ০২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। যদি আমের সাইজ এখনো যাদের মোটর দানার মতো আছে, তারা প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া বা ২ গ্রাম সলুবর বোরন মিশিয়ে স্প্রে করলে গুটি ঝরা রোধ করা সম্ভব হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট