রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর গ্রামে মৃত ফারুক সরকারের ছেলে মোঃ আবুল কাশেম (৭০) ছাগলের জন্য পাতা কাটতে গিয়ে বিদ্যুতের মেইন লাইনে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে প্রতিদিনের মত বাহির হয়ে যান ভাড়া উদ্দেশ্যে হাটগাঙ্গোপাড়ায়। সেখান থেকে বোয়ালিয়ার মোড়ে যান ভাড়া নিয়ে সেখান থেকে বাড়ী ফেরার পথে শালজোড় গ্রামের তোফাজ্জলের মোড়ে এসে তার ভ্যান গাড়ীটি রাস্তার পূর্ব পার্শ্বে একটি মেহগনির গাছে সঙ্গে লাগিয়ে গাছে উঠেন পাতা কাটার জন্য। মেহগনি গাছে উঠে সেখানে পাতাকাটা অবস্থায় তার হাতে থাকা হাসুয়াটি বিদ্যুতের হাই ভোল্টেজ তারের সাথে লেগে যায়, সেখানেই তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে।
বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড় গ্রামের তোফাজ্জলের মোড়ে, আনুমানিক বিকেল ৩ ঘটিকার সময় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আবুল কাশেম পেশায় একজন ভ্যান চালক তার পরিবারে তিন ছেলে ও এক মেয়ে স্ত্রী রয়েছে। পরে স্থানীয় লোকজন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র খরব দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এ বিষয়ে, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট