মোঃ মুক্তার হোসেন নাটোর প্রতিনিধিঃ
নাটোরের আমহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম নজু (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নাটোরের আমহাটি গ্রামে জমিতে বড় ভাইয়ের পাতা বিদ্যুৎ ফাঁদে প্রাণ গেলো ছোট ভাইয়ের।বাড়ির পাশে ধানের জমিতে ইদুঁর মারতে বড় ভাই আনোয়ার হোসেনের পাতা ফাঁদের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নজরুল। আজ বুধবার সকালে এই মমান্তিক ঘটনাটি ঘটে।নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম উদ্দিন জানান, বড়ভাই আনোয়ার হোসেন বাড়ির পাশে তার একটি ধানের জমিতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক লাইনের ফাঁদ পাতেন। আজ বুধবার সকালে প্রতিদিনের মত আনোয়ার হোসেনের ছোট ভাই নজরুল ইসলাম নজু পরিচর্যা করতে জমিতে নামলে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট