ডেস্ক রিপোর্ট |
বগুড়ার সুলতাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. আলামিন কাওসার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন। এ নিয়ে এলাকায় সমালোচনা হচ্ছে। দ্রুত পরিচালনা কমিটি বাতিল চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত পত্র পাঠিয়েছেন আব্দুল কুদ্দুস নামে স্থানীয় এক ব্যক্তি।
আলামিন কাওসার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছেন। তিনি তালম ইউনিয়নের বড়ই চড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ও বগুড়া জেলার সুলতাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৪ মাস আগে পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ার পর এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল। এলাকায় অনেক শিক্ষিত ও যোগ্য ব্যক্তি থাকার পরও সুপার স্বেচ্ছাচারিতা করে অনিয়মের মাধ্যমে আলামিন কাওসারকে এডহক কমিটির সভাপতি নির্বাচন করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটি গঠনের বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মিশ্র-প্রতিক্রিয়া হয়।
এ বিষয়ে আলামিন কাওসার বলেন, ‘আমি দশম শ্রেণীতে অধ্যায়নরত আছি। অধ্যায়নের পাশাপাশি রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।’
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসায় সুপার মো. আব্দুল জলিল বলেন, বিধি অনুসরণ করেই এডহক কমিটি গঠন করা হয়েছে।
তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফকির জাকির বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট