মোঃ মুক্তার হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ
নলডাঙ্গা থানার মাদকবিরোধী অভিযানে, অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী, ০১। আব্দুর রাজ্জাক (৩৬) পিতা মৃত সমজান আলী, সাং হলুদঘর মোল্লা পাড়া, ০২। বিদ্যুৎ(২৩) পিতা মোঃ আব্দুল জলিল, সাং ছাতারভাগ, উভয় থানা নলডাঙ্গা, জেলা নাটোরদ্বয়কে ইং ০১/০৩/২০২২ তারিখ দুপুর ০২.৩০ টার সময়, নলডাংগা থানাধীন নিমডাংগা গ্রামস্হ, নিমডাংগা হইতে ডাকাতিভিটাগামী কাঁচা রাস্তার উপর হইতে আটক করে, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে, অদ্য ০২/০৩/২০২২ তারিখে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট