গৌরনদী(প্রতিনিধি) বরিশালঃ
আজ বরিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন কবি বাড়ির সামনে বরগুনা থেকে ঢাকা গামী বর্নমালা পরিবহন এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ইজিবাইকের সামনাসামনি সংঘর্ষ ঘটে।এতে ইজিবাইকে থাকা চালক মো.আল-আমিন হাওলাদার (৩০) গুরুতর আহত হন। ইজি বাইক টি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানাকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মোঃ আল আমিন হাওলাদারকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতলে পাঠানো হয়। চিকিৎসারত অবস্থায় আল আমিন হাওলাদারের মৃত্যু হয়। তার বাড়ি একই উপজেলার মহিলারা ভীমের পাড় এলাকায়। তিনি ওই এলাকার মৃত্যু মোঃ জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ বেলাল হোসেন বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক,হেলপার ও সুপারভাইজার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ দায়ের করা হয়নি, অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট