মোবারক ,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ৮ নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হককে ইউপি সদস্যদের দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামীলগের সহ-সভাপতি জেহের আলী। কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান। মোঃ রহিদুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী শ্রী বিদ্যুৎ কুমার।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, ৮ নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যরা, জনাব মোঃ আঃ কুদ্দুস প্রাং, জাহেদুল রহমান, মফিজ উদ্দীন, জেহের আলী, আব্বাস আলী সরদার, রবিউল ইসলাম, আমিনুল হক, মিলন হোসেন, রহিদুল ইসলাম, মহিলা সংরক্ষিত আসনের নির্বাচিত মহিলা সদস্য রিনা বেগম, জেসমিন আক্তার, এসমা বেগম সহ কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এদের পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে
ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, এই ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহোযেগীতা একান্ত প্রেয়োজন। সেই সাথে দল মত নির্বিশেষে সকলে মিলে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগমারা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো: আফসার আলী প্রাং।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট