মোবারক, রাজশাহী জেলা প্রতিনিধি:
আজ ২৬ জানু: ২০২২ বুধবার রাত্রী ৮ টার সময় ইউনিয়নের দুইটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে তিনি শীতার্থ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। প্রতিষ্ঠান দুইটি হলো সাঁইধাড়া হাফিজিয়া মাদ্রাসা এবং অপর প্রতিষ্ঠান হলো কোয়ালীপাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা। এই প্রতিষ্ঠানের মোট ৩২ জন শিক্ষার্থীদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম সারোয়ার বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত শীত বস্ত্র আমাদের প্রাণপ্রীয় নেতা রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এম পি মহোদয়ের নির্দেশনায় আজ আমি ইউনিয়নের দুইটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকা ৩২ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলাম।
তিনি আরো বলেন,এই কনকনে শীতের বাস্তব অবস্থা দেখতে এবং কোনো অসহায় মানুষ যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না যায় সেই লক্ষ্যে সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সেই সাথে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড আ:লীগের সভাপতি গোলাম রাব্বানী (বকুল), ৬ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধা: সম্পাদক, আক্তারুল ইসলাম বাবু, ছাত্রনেতা মো: নুরুল ইসলাম, কোয়ালীপাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো: সোহেল রানা সহ মাদ্রাসার ছাত্র- শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট