1. admin@www.shikhatvlive.com : news :
মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৯:১২ পূর্বাহ্ন

নদীতে নাতিকে নিয়ে নৌকা চালালেন পরিকল্পনামন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ ,৫২৫০ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদীতে নাতি পাসকেল মান্নাকে নিয়ে নৌকা চালিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মন্ত্রী হিজল খরচ বাড়ির পেছনে নাইন্দা নদীতে নৌকা চালিয়ে বিজয়ের আনন্দে মেতে উঠেন।

জানা গেছে, শনিবার ভোর ৫টা ১০ মিনিটে সিলেট রেলস্টেশন হতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ির উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন তিনি। পরে বাড়ি পৌঁছে বিশ্রাম নিয়ে সকালে বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেলা সাড়ে ১১টায় নাতি পাসকেল মান্নাকে সঙ্গে নিয়ে নৌকা চালিয়ে নাইন্দা নদীতে ঘুরতে নামেন।

এ সময় নৌকা থেকে নেমে তিনি ছেলে সাদাত মান্নান অভি ও নাতি পাসকেল মান্নানের উদ্দেশ্যে বলেন, অল্প একটু সময় নিজ বাড়ির পেছনের নদীতে নিজের হাতে নৌকা চালিয়ে যে কত আনন্দ পাই- তা বলে বোঝানো যাবে না। অল্প একটু সময়ের আনন্দ আমার কাছে অনেক যা প্রকাশ করার মতো নয়।

বাবার নৌকার চালানোর আনন্দের কথা শুনে আর তর সইলো না পরিকল্পনা মন্ত্রীর ছেলে সাদাত মান্নান অভি। পরে তিনি নিজেও নাইন্দা নদীতে ছেলে পাসকেল মান্নানকে নিয়ে নৌকা চালান।

সাদাত মান্নান অভি বলেন, আমার বাবা খুব পরিশ্রমী একজন মানুষ। তিনি যতবার শান্তিগঞ্জে আসেন ততবার নৌকা নিয়ে ঘুরতে বের হন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত