1. admin@www.shikhatvlive.com : news :
শনিবার, ২১ মে ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন

লন্ডন ক্যাফেতে মালালা-আসারের বিয়ে উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৮৭ ,৫২৫০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
নোবেল বিজয়ী মালাল ইউসুফজাই স্বামী আসার মালিকের সঙ্গে লন্ডনের একটি ক্যাফেতে বিবাহ উদযাপন করেছেন।
পাকিস্তানেরও জিও নিউজের খবরে, বিয়ের পর মালালার এটা প্রথম সম্মুখে আগমন বলে উল্লেখ করা হয়েছে।
খবরে বলা হয়, নব দম্পতি মালালা-আসির ‘ফিয়া নাইটসব্রিজ’ ক্যাফেতে তাদের বিয়ে উদযাপন করেন। এই ক্যাফের মালিক পাকিস্তানি নারী উদ্যোক্তা ও ফোর্বসের সম্মাননা প্রাপ্ত শেফ জাহরা খান।
স্বামী আসার মালিকের সঙ্গে পোস্টকৃত একটি ছবিতে দেখা যায়, মালালা ও আসার মালিক একটি চকলেট কেক সামনে নিয়ে বসে আছেন। সেখানে লেখা, কংগ্রাচুলেশন (অভিনন্দন)। এছাড়া তারা ক্যাফেতে আসা কাস্টমাররা নব দম্পতিকে অভিনন্দন জানান।অনেকে তাদের সঙ্গে ছবি তোলেন।
ক্যাফে মালিক জাহরা খান বলেন, রেস্তোরাঁয় মালালার আগমন দারুণ একটা ব্যাপার। মালালা এবং তার স্বামী না জানিয়েই ক্যাফেতে আসে। তবে হোটেলের স্টাফরা তাৎক্ষণিকভাবে তাদের বিবাহ উদযাপনের সিদ্ধান্ত নেয়।
প্রখ্যাত এই ক্যাফে মালিক বলেন, মালালা দম্পতি খুবই বিনয়ী ও সামাজিক। তারা রেস্তোরাঁয় অন্যদের সঙ্গে ব্যবসায় নারীর অংশগ্রহণ, দাতব্য প্রকল্পসহ জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।
গত ১০ নভেম্বর নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই বিবাহ করেন। তার স্বামীর নাম মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত