মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন স্পাস্কা
প্রতিবেদকের নাম:
-
প্রকাশিত:
শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
-
১৩৬
,৫২৫০ বার পড়া হয়েছে
শিক্ষা টিভি লাইভ ডেস্ক
মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন স্পাস্কা ইসলাম গ্রহনের পর স্পাস্কা ইভানো এখন ফাতেমা
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে প্রচণ্ড মুগ্ধ হন বুলগেরিয়ার স্পাস্কা ইভানোভা (৮০ )। সিদ্ধান্ত নেন মুনলিম হবেন।
এরপর তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন এ নারী। ইসলাম গ্রহণের পর নিজের রেখেছেন ফাতেমা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
জানা যায়, ইসলাম বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্পাস্কা ইভানোভা।
এর আগে মহানবী (সা.)-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন।
এক বিবৃতিতে ফাতেমা জানান, দীর্ঘদিন যাবত তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পড়েছেন।
এ সময় তিনি ইসলামের নবী মুহাম্মাদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পড়েন। যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে।
বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে দারুল ইফতা বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করেন এডিরন শহরের মুফতি আলা উদ্দিন বুজকুরাত ও তার সহকারি জয়নব কায়া। অনুষ্ঠানে স্পাস্কা ইভানোভাকে (ফাতেমা) পবিত্র কোরআন উপহার দেওয়া হয়
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন