নাটোরের বাগাতিপাড়ায় ৩ স্বতন্ত্র চেয়ারম্যান ও ৬ সদস্য প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
প্রতিবেদকের নাম:
-
প্রকাশিত:
শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
-
৭৫
,৫২৫০ বার পড়া হয়েছে
মোঃ মুক্তার হোসেন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত সর্বশেষ তথ্য ৫টি ইউনিয়নে মোট বৈধ ২৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নে সাইদুল ইসলাম ও আজিজুর রহমান এবং দয়ারামপুর ইউনিয়নে সাইফুল ইসলাম।অন্যদিকে ৫৯ জন সংরক্ষিত বৈধ নারী প্রার্থীর মধ্যে কেউই তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।এছাড়াও ইউপি সদস্য পদে বৈধ ১৯৯ জন প্রার্থীর মধ্যে ৬ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৯২ জন।উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে পাঁকা ইউনিয়নে ৫ জন, জামনগর ইউনিয়নে ৫ জন, সদর ইউনিয়নে ৬ জন, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে ৬ জন এবং দয়ারামপুর ইউনিয়নে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৩, যার মধ্যে নারী ভোটার সংখ্যা ৫০ হাজার ৫০ এবং পুরুষ ৫০ হাজার ৩৩। উপজেলার ৫টির সবকটি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন