নাটোরের আব্দুলপুর শেয়ালের কামড়ে এক নারী সহ আহত- ৩
প্রতিবেদকের নাম:
-
প্রকাশিত:
শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
-
৭৬
,৫২৫০ বার পড়া হয়েছে
মুক্তার হোসেন, নাটোর জেলা প্রতিনিধিঃ
লালপুর আব্দুলপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পান্তাপাড়া বিলে শেয়ালের কামড়ে এক নারী সহ ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে আব্দুলপুর সড়কের পান্তাপাড়া বিলে এই ঘটনা ঘটে। তবে ঘাতক শিয়ালটিকে ঘটনাস্থলে আঘাত করে নিহত করেছে এলাকাবাসী। আহতরা হলো,উপজেলার দাইড়পাড়া গ্রামের নজির প্রামাণিকের ছেলে আসমত একই গ্রামের সাহাজানের স্ত্রী জীবনা খাতুন,আব্দুলপুর এলাকার বাশবাড়িয়ার রাজিউদ্দিনের ছেলে সোহেলকে শেয়ালের কামড়ে জখম হয়ে আহত হয়। হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা যায় বেলা সাড়ে এগারোটার দিকে জীবনা খাতুন পান্তাপাড়া বিলে তার স্বামীকে খাবার দিয়ে ফেরার পথে আব্দুলপুর সড়কের সন্নিকটে আশামাত্রই তাকে শেয়াল কামড় দেয়।স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।কর্তব্যরত চিকিৎসক ওয়ালিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন