1. admin@www.shikhatvlive.com : news :
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৭০ ,৫২৫০ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক,

ছবি : সংগৃহীত
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবন লক্ষ‌্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অল্পের জন‌্য বেঁচে গেছেন তিনি।

রোববার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে খাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বিস্ফোরকবোঝাই একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে উড়ে আসে। খাদিমির বাসভবন অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে।

এদিকে হামলার পর টুইটারে দেওয়া এক বার্তায় মোস্তফা আল-খাদিমি ইরাকের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-খাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। সূত্র: বিবিসি, ডয়সে ভেলে, আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত