মোঃ মুক্তার হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ পাওয়ার ক্রাশার ও ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।নাটোর সুগার মিলস এর উপ-প্রধান (সম্প্রঃ) ফারুক আহমেদ’র অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার উত্তর মুরাদপুর ও টুনি পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা।উপজেলা ভূমি অফিস ও নাটোর সুগার মিলস অফিস সূত্রে জানা যায়, সরকারিভাবে নিষিদ্ধ অবৈধ পাওয়ার ক্রাশারের মাধ্যমে আখ মাড়াই করে এবং বিষাক্ত কিছু উপাদান দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের আব্দুল কাদেরর ছেলে শরিফুল ইসলামের ২০ হাজার টাকা এবং টুনি পাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ইউসুফ আলীর ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা সত্যতা নিশ্চিত করে বলেন,
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট