মোঃ মুক্তার হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ
লালপুরে সরকারী পুকুর দখল করা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত মোখলেছুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে আটক করেছে র্যাব। গতরাতে উপজেলার করিমপুর রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, অর্জুনপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে এরশাদ, ঈশ্বরপাড়া এলাকার মৃত জমিস উদ্দিনের ছেলে মন্টু এবং বক্তার আলীর ছেলে সিদ্দিক ।
শনিবার দুপুরে র্যাব-৫ নাটোর ক্যাম্পে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার। পরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে ২০বিঘার খাস পুকুর নিয়ে স্থানীয় বাদশা ও মোতালেব গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে শুক্রবার ২৯ অক্টোবর সকালে বাদশার নেতৃত্বে তার লোকজন মোতালেব গ্রæপের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট