মোঃ মুক্তার হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয় ।
সিংড়ায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকেই পলাতক রয়েছে ওই প্রতিবন্ধী কন্যা। পারিবারিক কলহকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল আলম নামে এক বৃদ্ধ বাপের মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শামসুল আলম কয়েক বছর আগে প্রতিবন্ধী মেয়ে কোহিনুর (২৩)কে বিয়ে দেয় লালোর এলাকায়। সম্প্রতি তালাকপ্রাপ্ত হয়ে মেয়েটি বাবার বাড়িতে বসবাস করছিল। এরই জের ধরে পারিবারিক কলহে আজ দুপুরে ওই প্রতিবন্ধী মেয়ে তার বৃদ্ধ বাবাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট